উত্তরদিনাজপুর

ভয়ানক অগ্নিকান্ডে এক সাথে ভস্মীভূত হল পাঁচটি পরিবার

ভয়াবহ অগ্নিকান্ডে এক সাথে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি পরিবার। এদিন ভয়ানক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের চেংচেরিযা রংপুর গ্রামে। রবিবার রাতে রংপুর গ্রামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছরিযে পরে গ্রামের সাধারণ মানুষের মধ্যে। আবদুল মালেক, জিয়াউল হক, ছবি খাতুন, আমজাদ আলি, সুকরা বিবি পাঁচ টি পরিবার নিজেদের আত্মীয় স্বজন বলে জানা যায়। প্রত্যেকের বাড়ি টিনের চাল ও বাঁশের বেরা দিয়ে তৈরি আর প্রত্যেকের বাড়িতে খর খটো দিয়ে উনুনে রান্না করা হয়, রবিবার ও রান্না বারি করার পর শোবার ঘরে ছেলে মেয়ে দের নিয়ে বারির মহিলারা ছিল, পুরুষ বলতে কেউ ছিল না যে যার কাজে চলে যায়। কিন্তু হঠাৎ  কার বারি থেকে আগুনের উৎপত্তি হয় কেউ বুঝতে পারেনি। হঠাৎ সব গুলো বাড়িতে আগুন ধরে যায় এবং তা বারতে থাকে। ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবেশী লোকজন এসে স্হানীয় পুকুর থেকে পাম সেট লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলে খবর দেওয়া হলে খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ থেকে দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলে, এক সময়ে তাদের ইঞ্জিনে থাকা জল শেষ হয়ে যায় বলে অভিযোগ করেন স্হানীয়বাসিন্দারা। ফলে আগুনে আয়ত্ত আনতে না পারাই পাঁচটা বাড়ির কয়েক লক্ষ টাকার জিনিস পত্র সহ ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র, টাকা সমস্ত কিছু পুরে ছাই হয়ে যায়।

         আবদুল মালেক বলেন, বাবার চিকিৎসা করানো জন্য বন্ধন ব্যাঙ্ক থেকে পঁচিশ হাজার টাকা গতকাল এনে ছিলাম, বাড়িতে টাকা মজুত ছিল 30 হাজার চিকিৎসা করানোর জন্য জমানো সমস্ত টাকাও পুরে ছাই হয়ে গেছে।

          সোমবার সকাল থেকে তাদের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে।  পাঁচটি পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। নিজের শরীরের কাপর ছারা আর কিছুই নেই তাদের।এছাড়াও জানা গেছে দুটি গবাদি পশু সহ দুই জন আহত হয়েছে এই অগ্নিকান্ডে।